ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

ফুটবলকে বিদায় জানালেন সাফজয়ী স্বপ্না

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৩, ১৬:৫৪  
আপডেট :
 ২৬ মে ২০২৩, ১৭:০৯

ফুটবলকে বিদায় জানালেন সাফজয়ী স্বপ্না
সাফজয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না। ফাইল ছবি

বয়স হয়েছে মাত্র ২২ বছর। অথচ এত অল্প বয়সেই জাতীয় দল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম সেরা তারকা সিরাত জাহান স্বপ্না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী এই ফুটবলার।

অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুকে স্বপ্না লেখেন, 'আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।'

স্বপ্না আরও লেখেন, 'খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।'

তবে তিনি বলেছেন, ‘আমি বৃহস্পতিবার (২৫ মে) ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে এসেছি। আমি যার ফিরব না সেটা আমার কোচরা বুঝতে পেরেছেন।’

আপনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আছেন ফর্মের তুঙ্গে। এ সময় ফুটবল ছাড়ার ঘোষণা কেন? জবাবে স্বপ্না বলেন, 'গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে আর কি হবে? আমি আসলে এর বেশি কিছু বলতে চাই না। আমি যদি না খেলতাম, সবাই আমাকে দলে না দেখতো তাহলে জানতে চাইতেন আমি কোথায়? যে কারণে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছি- আমি আর ফুটবল খেলছি না। অনেক তো খেললাম।'

স্বপ্না গত বছর নেপালে সাফজয়ী দলের সদস্য। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি।

আরও পড়ুন: বিসিবির পুরস্কারের টাকা বুঝে পেলেন সাফজয়ী ফুটবলাররা

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত