আজ একই সময় ও ভেন্যুতে আইপিএল ফাইনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:২১ আপডেট : ২৯ মে ২০২৩, ১০:০৭

আহমেদাবাদে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। তবুও গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ফাইনাল ঘিরে হাজার হাজার সমর্থক উপস্থিত হয়েছিলেন স্টেডিয়ামে। কিন্তু বেরসিক বৃষ্টিতে শেষ পর্যন্ত আর বল মাঠে গড়ায়নি। ফলে পণ্ড হয়ে গেছে আইপিএলের ফাইনাল।
|আরও খবর
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য সন্ধ্যা সাড়ে ৭ টায় সময় নির্ধারিত সময় ছিল। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বৃষ্টি না থামায় খেলা আর মাঠে গড়ায়নি।
তবে ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। আগামীকাল একই সময় ও ভেন্যুতে অনুষ্ঠিত হবে গুজরাট-চেন্নাইয়ের মধ্যকার আইপিএলের ১৬তম আসরের ফাইনাল ম্যাচ।
আগামীকাল যদি আবারও বৃষ্টি হানা দেয়, আর নির্ধারিত সময়ে অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তাহলে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা। এমন পরিস্থিতিতে ট্রফি দেয়ার ক্ষেত্রে বিচার করা হবে লিগ বা প্লে-অফ পর্বের ফলাফল। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দল অথ্যাৎ গুজরাট চ্যাম্পিয়ন হবে।
বাংলাদেশ জার্নাল/এমএ