বৃষ্টিতে আইপিএল'র ফাইনাল খেলা আপাতত বন্ধ

প্রকাশ : ২৯ মে ২০২৩, ২২:৩১ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল বৃষ্টির কারণে রোববার মাঠে গড়ায়নি। তবে আজ রিজার্ভ ডেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়ে চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস। 

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের হাইভোল্টেজ ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে গুজরাট।

চেন্নাই সুপার কিংস ২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ বল মাঠে গড়ালে বৃষ্টি হানা দেয়। এতে আপাতত খেলা বন্ধ আছে।

আরও পড়ুন: ফাইনালে রেকর্ড সংগ্রহ গুজরাটের, চেন্নাইয়ের টার্গেট ২১৫

বাংলাদেশ জার্নাল/জিকে