ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

আইপিএল ফাইনালে কে কোন পুরস্কার পেলেন

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০৮:০৫  
আপডেট :
 ৩০ মে ২০২৩, ০৮:১৩

আইপিএল ফাইনালে কে কোন পুরস্কার পেলেন
ছবি: সংগৃহীত

শেষ হলো আইপিএল'র ১৬তম আসর। এ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এ ট্রফি নিয়ে মোট ৫টি ট্রফি উঠলো চেন্নাইয়ের ঘরে।

ফাইনাল ম্যাচের পুরস্কারের তালিকা

  • ফাইনালের সেরা ক্রিকেটার: ডেভন কনওয়ে (৫ লক্ষ টাকা ও ট্রফি)।
  • মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ফাইনাল: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
  • ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য ফাইনাল: অজিঙ্কা রাহানে (১ লক্ষ টাকা ও ট্রফি)।
  • ফাইনালের সেরা ক্যাচ: মহেন্দ্র সিং ধোনি ( ১ লক্ষ টাকা ও ট্রফি)।
  • ফাইনালের দীর্ঘতম ছক্কা: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
  • গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
  • ফাইনালে সব থেকে বেশি চার: সাই সুদর্শন ( ১ লক্ষ টাকা ও ট্রফি)।

এই আসরে সেরাদের পুরস্কারের তালিকা

  • চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ২০ কোটি টাকা)।
  • রানার্স: গুজরাট টাইটানস (ট্রফি ও ১২ কোটি ৫০ লক্ষ টাকা)।
  • টুর্নামেন্টের সেরা ক্রিকেটার (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার): শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
  • টুর্নামেন্টের দীর্ঘতম ছক্কা: ফ্যাফ ডু'প্লেসি (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
  • টুর্নামেন্টের সেরা ক্যাচ: রশিদ খান (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
  • টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটার: যশস্বী জসওয়াল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
  • ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন: গ্লেন ম্যাক্সওয়েল (১০ লক্ষ টাকাও ট্রফি)।
  • গেম চেঞ্জার অফ দ্য সিজন: শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
  • টুর্নামেন্টে সব থেকে বেশি চার: শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
  • অরেঞ্জ ক্যাপ (টুর্নামেন্টে সব থেকে বেশি রান): শুভমন গিল (১০ লক্ষ টাকা ও স্মারক টুপি)।
  • পার্পল ক্যাপ (টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট): মহম্মদ শামি (১০ লক্ষ টাকা ও স্মারক টুপি)।
  • ফেয়ার প্লে ট্রফি: দিল্লি ক্যাপিটালস (ট্রফি)।
  • সেরা পিচ ও মাঠ: ইডেন ও ওয়াংখেড়ে (৫০ লক্ষ টাকা ও ট্রফি)।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত