ঢাকা, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

যে কারণে বিশ্বকাপে সহ-অধিনায়ক শান্ত

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫  
আপডেট :
 ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২

যে কারণে বিশ্বকাপে সহ-অধিনায়ক শান্ত
নাজমুল হোসেন শান্ত । ছবি: সংগৃহীত ।

বিশ্বমঞ্চে লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাবা হওয়ার পর এশিয়া কাপে খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৮৯ রান করা শান্ত পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলে দলকে তুলে দেন সুপার ফোরে।

সেই ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান এই তারকা ব্যাটসম্যান। চোট কাটিয়ে বিশ্বকাপের দল ঘোষণার দিন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ফেরেন শান্ত। শুধু ফেরাই নয়, অতীতে জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড ম্যাচে তাকেই অধিনায়ক করা হয়।

শুধু তাই নয়, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে শান্তকে করা হয়েছে সহ-অধিনায়ক। অথচ এর আগে তামিম ইকবাল অধিনায়ক থাকাকালীন সহ-অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস।

শান্তকে সহ-অধিনায়ক করার বিষয়ে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বলেন, ‘ভবিষ্যৎ একটা কারণ। আর লিটনের অনাগ্রহও তাকে নেতৃত্ব থেকে সরানোর একটি কারণ। লিটন নিজেও চায় না নেতৃত্বের চাপ নিতে। সে একটু ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে চায়।’

তামিম নেতৃত্ব ছাড়ার পর তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান সাকিব। ওয়ানডেতে সাকিবের সহ-অধিনায়ক করা হয় লিটন দাসকে। বিশ্বকাপ দলে অধিনায়ক সাকিব থাকায় অনুমেয় ছিল লিটনই হবে সহ-অধিনায়ক।

আরও পড়ুন: তামিমকে ফোন করা বিসিবির সেই শীর্ষ ব্যক্তিটি কে?

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত