টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অধিনায়ক মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৮
তামিম ইস্যুতে দেশের ক্রিকেট যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহূর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিন্ডিংয় করছে টাইগাররা। ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী মিরাজ।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টসে।
ম্যাচটিতে বাংলাদেশের প্রথম একাদশে রাখা হয়নি অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানকে। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৮২ রান।
বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
আরও পড়ুন: তামিম-সাকিব ইস্যুতে মুখ খুললেন মাশরাফি
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেয়া হয়েছে। দলে থাকা ১৫ জনের যে কোন ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোন ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পরে উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন।
বাংলাদেশ জার্নাল/আরআই