ঢাকা, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

‘সাকিব শতভাগ ফিট, প্রথম ম্যাচেই খেলবেন’

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৮:১২  
আপডেট :
 ০২ অক্টোবর ২০২৩, ১৮:২৯

‘সাকিব শতভাগ ফিট, প্রথম ম্যাচেই খেলবেন’
সাকিব আল হাসান । ছবি: সংগৃহীত

প্রথম প্রস্তুতি ম্যাচের আগে গৌহাটিতে ওয়ার্মআপে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে হালকা চোট পান সাকিব। তাতে খেলতে পারেননি শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচ। সাকিবের অনুপস্থিতে প্রথম ম্যাচে নেতৃত্ব দেন মেহেদী মিরাজ। আরও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গত শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন আসে সাকিবের চোটের খবর। তবে সেই চোট কতটা কি তা কেউই পরিস্কার করছিলেন না।

দুই প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেয়া বাংলাদেশ অধিনায়কের সবশেষ অবস্থা জানালেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস করতে এসে সাকিব প্রসঙ্গে শান্ত জানান, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।’

গৌহাটিতে আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচ খেলার পর মঙ্গলবার বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচের ভেন্য ধর্মশালায় যাবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ১০ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে আছে দ্বিতীয় ম্যাচ।

আরও পড়ুন: বিশ্বের সেরা পেস বোলিং ইউনিট আমাদের: মাশরাফি

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত